ভুল তথ্য দিয়েছেন টিপু মুন্সী …..
বিজিএমইএ’র ৬৩টি কারখানা বন্ধ। চাকরি হারিয়েছে ৩২ হাজার শ্রমিক। বক্তব্য সঠিক নয়। তথ্য গোপন করা হয়েছে।
সঠিক তথ্য হচ্ছে – শুধু মাত্র ২০১৯ সালে ১২৯ টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। চাকরি হারিয়েছে এক লক্ষ ৬০ হাজার শ্রমিক।
কাল্পনিক জটিলতা তৈরী করে ২০১৮ সালে ১১৭ টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। চাকরি হারিয়েছে একলাখ ২৫ হাজার শ্রমিক।
গত বছরে বিজিএমইএ’র আওতাধীন ৬৩টি কারখানা বন্ধ হয়েছে। এতে ৩২ হাজারেরও বেশি শ্রমিক কাজ হারিয়েছেন। তবে বিকেএমইএ’র অধীনে থাকা কোন কারখানা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়নি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। তিনি জানান, বিকেএমই’র অধীনে থাকা ২২শ’ কারখানার মধ্যে ৯২০টি সদস্যপদ নবায়ন করেছে। সদস্যপদ নবায়ন না করায় ১ হাজার ২৮০টি কারখানা বন্ধ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তথ্য গোপন ও পোশাক শিল্পকে ধ্বংসের সাথে যারা জড়িত তারা হচ্ছে –
টিপু মুনশি, এমপি
পদবি- মন্ত্রী , বাণিজ্য মন্ত্রণালয়
গোলাম দস্তগীর গাজী
গাজী গ্রুপের চেয়ারম্যান ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়
দিলীপ কুমার সাহা
মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বস্ত্র অধিদপ্তর
মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার
পদবি – মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব)
লোকমান হোসেন মিয়া
পদবি- সচিব , বস্ত্র ও পাট মন্ত্রণালয়
প্রণব কুমার ঘোষ
পদবি – সচিবের একান্ত সচিব
প্রণব কুমার ঘোষ
পদবি -সিনিয়র সহকারী সচিব (এফটিএ-৪)
মাজেদুর রহমান
পদবি – সিনিয়র সহকারী প্রধান (পরিকল্পনা ১ শাখা)
তৌফিকুর রহমান
পদবি -যুগ্মসচিব (বস্ত্র) বস্ত্র সেল, বাণিজ্য মন্ত্রণালয়
পল্লব কুমার হাজরা
পদবি -সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা ৩ শাখা)
নাম সীমা সাহা
পদবি – অতিরিক্ত সচিব (অডিট) বস্ত্র ও পাট মন্ত্রণালয়,
নারায়ন চন্দ্র সরকার
পদবি – যুগ্মসচিব (প্রশাসন-২ অধিশাখা) বস্ত্র ও পাট মন্ত্রণালয়
শ্যামা পদ বিশ্বাস
পদবি- সহকারী বাণিজ্য পরামর্শক (দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল)
বিষ্ণু পদ বেপারী
পদবি- সহকারী সচিব (প্রশাসন ৪ শাখা)
মো: আব্দুল কাদের
পদবি- সহকারী সচিব (প্রশাসন ১ শাখা)
পরিতোষ হাজরা
পদবি- মন্ত্রীর একান্ত সচিব( উপসচিব) বস্ত্র ও পাট মন্ত্রণালয়
খেনচান
পদবি- উপসচিব (বস্ত্র-৩) বস্ত্র ও পাট মন্ত্রণালয়
সৈকত চন্দ্র হালদার
পদবি -জনসংযোগ কর্মকর্তা , বস্ত্র ও পাট মন্ত্রণালয়
অনিরুদ্ধ সরকার
পদবি- সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী , আইসিটি শাখা