চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

0

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেনের হাত ভেঙে গেছে বলে দাবি আরেক পুলিশ কর্মকর্তার। এ ঘটনায় আরও ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় থানা পুলিশ।

শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে আনোয়ারার চাতুরি চৌমুহনি এলাকায় এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান বলেন, ‘শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়। শনিবার রাতে ওই মামলার অন্যতম আসামি মোজাম্মেলকে চাতুরি চৌমুহনি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে গাড়িতে তোলার সময় কয়েকশ লোক এসে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘হামলায় নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল। হামলায় ওসি জহির হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। লাঠির আঘাতে ওসি জহির হোসেনের হাত ভেঙে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com