গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত

0

রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রধারী পুলিশ সদস্যকে নিরস্ত্র কর‍তে ও নিরাপত্তা জোরদারে বিশেষ ইউনিট সোয়াত টিম ঘটনাস্থলে কাজ করছে।

শনিবার (৮ জুন) দিনগত রাত সোয়া ১টার দিকে এতথ্য নিশ্চিত করেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‌‘সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এ ঘটনায় পথচারী আহত হয়েছে বলে শুনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি করা পুলিশ সদস্য মানসিক বিকারগ্রস্ত।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.