ভারতীয় সিনেমায় উপেক্ষিত তনুশ্রী দত্ত
একটা সময় বলিউডে খুব ব্যস্ত সময় পার করেছেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত এই অভিনেত্রী। একের পর এক চলচিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি।কিন্তু সে দিন এখন অতীত।
তিনিই বলিউডে প্রথম #মিটু আন্দোলন এনেছেন।প্রকাশ্যে এনেছেন নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনার।অকপট মুখ খুলেছেন বলিউডে যৌন হেনস্থার বিরুদ্ধে।
অনেক দিন ধরেই বলিউডে কাজে ফিরতে চাইলেও তার সঙ্গে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না কেউ। কারণ, বলিউডে তিনি এখন ‘ঝামেলার’ মানুষ হিসেবে পরিচিত।মূলত ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের নামে যৌন হেনস্থার অভিযোগ আনার পর থেকেই তাকে অনেকটা এড়িয়ে চলছেন অন্যরা।
বলিউডের একজন শীর্ষ চিত্রনির্মাতা ডেকান ক্রনিকলকে জানান, তিনি তনুশ্রীকে সিনেমায় নেওয়ার আগে দুইবার নয়, বহুবার ভাববেন। তিনি বলেন, তনুশ্রী দত্ত নানা পাটেকরের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। তার সঙ্গে কাজ করার ভাবনা বিপজ্জনক। কলা-কুশলী ও টেকনিশিয়ানরা তার সামনে বিব্রত বোধ করবেন। তারা ভেবে কুল পাবেন না, কীভাবে তার সঙ্গে সঠিক আচরণ করতে হবে।
তনুশ্রী দত্ত ২০১০ সালে ভারত ছেড়ে স্থায়ীভাবে বসবাস করার জন্য যুক্তরাষ্ট্রে চলে যান। দুর্ভাগ্যজনকভাবে তিনি খালি হাতেই আবার দেশে ফেরেন। এখন তার হাত শূন্য। আর যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছিলেন, তারা এখন বলিউডে দিন-রাত কাজ করে চলেছেন।