বাংলাদেশকে চ্যাম্পিয়ন দেখতে চায় পাকিস্তান

0

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে আজ শিরোপার লড়াইয়ে নামছে বাংলাদেশ। আর এখানে বাংলাদেশকে চ্যাম্পিয়ন দেখতে চায় পাকিস্তান।  শিরোপা লড়াই থেকে পাকিস্তান ছিটকে পড়েছে সেমিফাইনাল থেকেই। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১০ উইকেটের হারে বিদায় নিয়েছে তারা। তবে নিজেরা বিদায় নিলেও আকবর আলীদের হাতে শিরোপা দেখতে চায় পাকিস্তানিরা। আজ দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। এই লড়াইয়ে বাংলাদেশকে সমর্থন দিচ্ছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট সমর্থকদের অফিসিয়াল ফেসবুক পেজ ‘ক্রিকেট পাকিস্তান’ বাংলাদেশের জয়ের ছবি আপলোড করেছে, যেখানে ফাইনালের আগে বাংলাদেশকে আগাম সমর্থন জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেট ভক্তরা।‘ক্রিকেট পাকিস্তান’-এর পেজে আপলোড করা বাংলাদেশের জয়ের ছবির নিচে প্রথম ২৩ ঘণ্টায় চার হাজারের ওপর লাইক পড়েছে। এতে রয়েছে ১৭৪ কমেন্ট ৯৩ শেয়ার। সেখানে বেশিরভাগ পাকিস্তানি সমর্থকই বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন। লাহোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান মাসু মাজহারী কমেন্টে লিখেছেন, ‘বাংলাদেশ যুব ক্রিকেট দলকে অভিনন্দন, ফাইনালে তারা ভালো খেলুক’। করাচির ক্রিকেট সমর্থক সৈয়দ গাজী লিখেছেন- ‘বাংলাদেশি ভাইদের জন্য শুভ কামনা’।
আকবর আলীর নেতৃত্বে এবারের যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আইসিসি’র কোনো টুর্নামেন্টে বাংলাদেশের এটি প্রথম ফাইনাল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com