অষ্ট্রিয়া বিএনপির সভাপতি নেয়ামুল বশিরের পিতার চির বিদায়
ডিএল ডেস্কঃ অষ্ট্রিয়া প্রবাসী, বাংলাদেশ- অষ্ট্রিয়া সমিতির বহুবারের নির্বাচিত সভাপতি এবং অষ্ট্রিয়া বিএনপির সভাপতি নেয়ামুল বশিরের পিতা পেট্রো বাংলার সাবেক জিএম ডি এইচ বশির আহমেদ গতকাল ৮ই ফেব্রুয়ারী বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন) ।
ওনার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সভাপতি এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং ভিয়েনা থেকে প্রকাশিত ইউরো সমাচার পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান, চীফ এডিটর আবিদ হোসেন খান তপন, সাব এডিটর কবি আনিসুজ্জামান এবং সাব এডিটর ও এন টি বি ইউরোপ এর অষ্ট্রিয়া প্রতিনিধি সোহেল চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তাহারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অন্যদিকে অষ্ট্রিয়া বিএনপির পক্ষথেকে হানিফ ভুঁইয়া, এহসান উল্লাহ আলমগীর, মোহাম্মদ মোস্তফা, পলাশ রহমান, এপোলো মোহাম্মদ প্রমুখ, এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।