যশোরে স্কুল ক্যাম্পাসে কিশোর গ্যাংয়ের হামলায় তিনছাত্র আহত
যশোর জিলা স্কুল ক্যাম্পাসে কিশোর গ্যাংয়ের হামলায় তিনছাত্র আহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শিহাব আহমেদ, রাফি চৌধুরী ও বাদশা ফয়সাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সবুজ হোসেন।
জিলা স্কুলের আহত শিক্ষার্থী রাফি চৌধুরী জানান, জিলা স্কুলে তাদের পরীক্ষা চলছে। তারা পরীক্ষা দিয়ে দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে আসলে অজ্ঞাত ৭/৮ জন তাদের ওপর হামলা চালায়। এসময় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি ও শিহাবসহ আরও কয়েকজন আহত হন।
আহত স্কুলছাত্র শিহাব জানায়, সোমবার দুপুরে মোল্লাপাড়া এলাকার কিশোর গ্যাং নেতা তাহসিনের ছোট ভাইসহ ৩-৪ জন স্কুল ক্যাম্পাসে সিগারেট খাচ্ছিল। এ সময় শিহাবসহ তা সহপাঠীরা প্রতিবাদ করে। এ ঘটনার পর মঙ্গলবার শিহাব ও রাফি দশম শ্রেণির প্রি টেস্ট অর্থনীতি পরীক্ষা দিয়ে বের হলে ৩-৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য তাদের ছুরিকাঘাত করে জখম করে। এ সময় ঠেকাতে গেলে সবুজের ছুরিকাঘাতে সবুজ নিজে আহত হয়। পরে শিক্ষকদের সহযোগিতায় উভয় পক্ষের আহত তিনজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।