নির্বাচন নির্বাসনে চলে গেছে, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে: সুজন সম্পাদক

0

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, অতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতার ফলে বর্তমানে মানুষ নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। অতীতে নির্বাচনে যে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ ছিল তার কোনো কিছুই এখন নির্বাচনে পরিলক্ষিত হচ্ছে না।

মঙ্গলবার (৪ জুন) সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের হলফনামায় উল্লিখিত বিভিন্ন তথ্যের বিশ্লেষণ তুলে ধরার জন্যই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন।

সুজন সম্পাদক বলেন, আমরা নির্বাচনের ধাপে ধাপে সংবাদ সম্মেলন না করে শেষ ধাপের পর একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছি। আমার মতে এই নির্বাচনটি হচ্ছে— ‘নাই’ এর নির্বাচন। এখানে ভোটার নাই, বিরোধী দল নাই এবং প্রতিদ্বন্দ্বিতাও নাই। নির্বাচন যে নির্বাসনে চলে গেছে এটা তারই প্রতিফলন। এর মূল কারণ হলো আস্থাহীনতা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com