শাকিব খানের সঙ্গে নতুন সিনেমা করতে যাচ্ছেন তুষি, খবরটিকে নায়িকা বললেন ‘ভুয়া’

0

প্রিয়তমা, রাজকুমার এর পর প্রযোজক আরশাদ আদনান নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। শুধু তাই নয়, খবর রটেছে পরিচালনায়ও নামছেন তিনি।

শাকিব খানের সঙ্গে নতুন সিনেমা করতে যাচ্ছেন এই প্রযোজক। আর সেই সিনেমার নায়িকা হচ্ছেন ‘হাওয়া’ খ্যাত নাজিফা তুষি। এমন খবরই ছড়িয়েছে চিত্রপাড়ায়। তবে খবরটিকে ভুয়া বললেন নায়িকা।

নাজিফা তুষি বলেন, ‘এটা সত্যি নয়, গুজব। জানিনা কারা এসব ছড়ায়। আমার সঙ্গে এই বিষয়ে কারও কোনো কথা হয়নি।’

তিনি আরও বলেন, আমার নতুন কাজের খবর আসবে শিগগিরই তবে সেটা এই সিনেমা নয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.