লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ২৭৫২ ভোটারের কেন্দ্রে ভোট পড়েছে ১৬টি

0

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৭৫২ ভোটার রয়েছেন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১৬ জন। এর মধ্যে আবার দুটি ভোট নষ্ট হয়েছে।

বুধবার সন্ধ্যায় ভোট গণনা শেষে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার চঞ্চল কুমার শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোট ভোট পড়েছে ১৬টি। এর মধ্যে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক পেয়েছে দুটি এবং আনারস প্রতীক পেয়েছে ১৪টি। ভাইস চেয়ারম্যান পদে টিয়াপাখি প্রতীক ভোট পায়নি, চশমা প্রতীক আটটি, মাইক দুটি, উড়োজাহাজ চারটি ভোট পেয়েছে। এগুলোর মধ্যে দুটি ভোট বাতিল হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com