রাজশাহীর সীমান্ত এলাকা থেকে ১০টি ওয়ানশুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

0

রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১০টি দেশি ওয়ানশুটার গানসহ আব্দুর রশিদ ব্যাপারী (৩৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (২৯ মে) ভোরে উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব-৫-এর সদর দফতর নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে বাঘা থানায় হস্তান্তর করা হয়। থানায় তার নামে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

গ্রেফতার আব্দুর রশিদ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার বাসিন্দা। সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান।

এসব তথ্য নিশ্চিত করে বুধবার (২৯ মে) সকালে র‌্যাব-৫ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা উপজেলার আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। পরে ওই বাড়িতে তল্লাশি চালান র‌্যাবের সদস্যরা। এ সময় বড় একটি টিনের বাক্সে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com