কুষ্টিয়া শহরে পরকীয়ার জেরে যুবককে মারপিট ও শ্বাসরোধে হত্যার অভিযোগ

0

কুষ্টিয়া শহরে পরকীয়ার জেরে ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে মারপিট ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ মে) দুপুরের দিকে কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত ইকবাল হোসেন আদর্শপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি রাইস মিলের ম্যানেজার ছিলেন। অভিযুক্ত নাজিম উদ্দিন ও ইকবালের বাসা পাশাপাশি। নাজিমের স্ত্রীর সঙ্গে ইকবালের পরকীয়ার সম্পর্ক ছিল। এ ঘটনায় নাজিম উদ্দিন, তার স্ত্রী রত্না ও রত্নার ভাই মোমিনকে আটক করেছে পুলিশ।

নিহতের মা রশিদা খাতুন বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে নাজিম ও তার লোকজন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিমের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন ইকবাল। এক পর্যায়ে নাজিমের স্ত্রী রত্নার সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে ইকবালের। সেই সম্পর্কের জেরে আজ দুপুরে ইকবাল ওই বাড়িতে গেলে নাজিম উদ্দিন অন্তরঙ্গ অবস্থায় তাদের হাতেনাতে ধরে ফেলেন। এ সময় নাজিমসহ কয়েকজন ইকবালকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com