রাজধানীতে পরিবহনে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৩

0

রাজধানীতে পরিবহনে চাঁদা আদায়ের সময় ১৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। সোমবার (২০ মে) বিভিন্ন সময় রাজধানীর যাত্রাবাড়ী ও বাবুবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২১ মে) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এম জে সোহেল এ সব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– ইউসুফ গাজী (২৮), মোহাম্মদ ইউসুফ (৫৭), মো. পিন্টু মিয়া (৪০), মো. ডালিম (১৯), মো. পাভেল (১৯), মোহাম্মদ আলী (২৫), মো. সাব্বির (৬০), নাজির হোসেন (৪৮), মো. কামাল উদ্দিন (৫০), মো. বিল্লাল হোসেন (৪৫), মো. বিল্লাল হোসেন (২৮), মো. নাজির উদ্দিন ভূঁইয়া (৪৪) ও মো. রনি হোসেন (৪০)।

গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে কোতয়ালি, যাত্রাবাড়ী, ডেমরা এবং দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পরিবহনের ড্রাইভার ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com