ঢাকা শহরে যে বাস চলে, তার চেয়ে আফ্রিকার ছোট শহরের বাসগুলোও সুন্দর: সড়কমন্ত্রী

0

রাজধানীর ঢাকার বাস গাড়ির মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা শহরে যে বাস চলে, তার চেয়ে আফ্রিকার ছোট শহরের বাসগুলোও সুন্দর। ঢাকার বাসগুলোর অবস্থা কেন এত জরাজীর্ণ! উত্তর ও দক্ষিণ সিটির মেয়রদের এই ব্যাপারটা দেখা দরকার। তিনি বলেন, ‘‘মুখে ‘লিপ সার্ভিস’ দিয়ে তো লাভ নেই।’’

রবিবার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং বিষয়কসেমিনারে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশকে স্মার্ট করতে হলে ঢাকাকে স্মার্ট করতে হবে। মুখে ‘লিপ সার্ভিস’ দিয়ে তো লাভ নেই। বসবাসযোগ্য ১৪০টি দেশের মধ্যে ১৩০ এর পরে আমাদের অবস্থান। এটা দেশের উন্নয়নের সঙ্গে মেলে না। এই শহরে এত দামী গাড়ি চলে, কিন্তু বাসের অবস্থা এত খারাপ কেন! বারবার কথাবার্তা বলেও সমাধান করা যায়নি। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতেই হবে।’

বাস মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমাকে সহযোগিতা করুন। যে বাসগুলো চলে, ভীষণ খারাপ লাগে। এত আধুনিক মেট্রোরেল থেকে নেমে গরিব জীর্ণ বাস দেখতে কেমন লাগে। আমাদের মালকেরা কি লজ্জা পায় না? তারা কি বিদেশে যান না, দেখেন না?’

মেট্রোরেলে ভ্যাট বসানো ভুল সিদ্ধান্ত মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের এনবিআর জনপ্রিয় পরিবহন মেট্রোরেলে হঠাৎ করে ১৫ শতাংশ ভ্যাটের ঘোষণা দিলো। বিষয়টা আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এনবিআরের এই সিদ্ধান্ত দিজ ইজ নট রাইট। এটা হয় না। এতে করে মেট্রোরেলের সুনামটা নষ্ট হয়। প্রধানমন্ত্রী এটা পুনর্নিবেচনার বিষয়ে আশ্বাস দিয়েছেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com