যাত্রাবাড়ী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

0

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গ্রেপ্তাররা হলেন মো. মাইদুল ইসলাম (২১), মো. হানিফ শেখ (২৯), মো. আরাফাত ইসলাম শান্ত (২২), মো. মেহেদী হাসান (২৩) ও মো. জামিউল হোসেন ওরফে জয় (২১)।

অভিযানে তাদের কাছ থেকে দুইটি হাসুয়া এবং একটি করে ছোরা, লোহার রড, এসএস পাইপ, রশি ও গামছা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ মে) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.