গোপালগঞ্জে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে শ্বাসরোধে দুই শ্রমিকের মৃত্যু

0

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে শ্বাসরোধে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার পারুলিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে পুলিশ সদস্য আলমগীর হোসেনের নির্মানাধীন বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করতে গেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সুমন (৪৫) ও নাহিদ (২২)। তাদের বাড়ি চাঁদপুর জেলার মধ্য বাখরপুর গ্রামে।

স্থানীয়রা জানান, সুমন মিয়া (৪৫) লোকজন নিয়ে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আলমগীর হোসেনের নির্মানাধীন বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করতে যায়। এসময় ট্যাংকের ভেতরে সুমন (৪৫) ও নাহিদ (২২) নামলে বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে অপর দুই শ্রমিক মাহবুব ও মুকুল তাদের উদ্ধার করতে নামে। এসময় তারাও গ্যাসের কারণে অজ্ঞান হয়ে যায়। বিষয়টি টের পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com