সিরাজগঞ্জের তাড়াশে কাভার্ডভ্যানে করে গাঁজা পাচারের সময় দুজনকে আটক
সিরাজগঞ্জের তাড়াশে কাভার্ডভ্যানে করে গাঁজা পাচারের সময় দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এসময় প্রায় সাড়ে পাঁচ মণ (২১৬ কেজি) গাঁজাসহ কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়।
শুক্রবার (১৭ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় এক অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
এদিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন।
আটকরা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রাজাকাচরের নুরু মিয়ার ছেলে মো. আল আমিন (২২) ও একই জেলার বাঙ্গরাবাজার থানার রাজা চাপিতলা গ্রামের ইসমত আলী ওরফে ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ অধিনায়ক জানান, কাভার্ডভ্যানে করে গাঁজা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চর হামকুড়িয়া এলাকায় মহাসড়কের পাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে র্যাব-১২। এসময় ওই কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই দুজনকে আটক করা হয়।