লোহার পাইপ দিয়ে পিটিয়ে রিকশাচালকের দুই পা ভাঙল পুলিশ

0

ঢাকার সাভারে এক রিকশাচলককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে উত্তর ট্রাফিক বিভাগের র‌্যাকারচালক মোস্তফা ও তার সহকারী সোহেল রানা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করেন। শুক্রবার সকালে গেন্ডা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ রিকশাচালকরা সাভার থানা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আহত রিকশাচালক ফজলু দিনাজপুরের হাকিমপুর থানার বনসাপুরের আবুল হোসেনের ছেলে। তিনি সাভারে ভাড়াবাড়ি থেকে দিনমুজরি করে ও রিকশা চালিয়ে সংসার চালান।

তিনি বলেন, গেন্ডা থেকে যাত্রী নিয়ে পাকিজার সামনে পৌঁছালে মোটরসাইকেলে র‌্যাকার চালক সোহেলসহ দুজন ধাওয়া করে আমাকে। একপর্যায়ে তারা আমাকে ধরে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আমার দুই পায়ে আঘাত করে। একপর্যায়ে আমি অচেতন হয়ে পড়ি।

সড়ক অবরোধের সময় রিকশাচালকরা বলেন, পুলিশ লোকাল সড়ক থেকে আমাদের রিকশা আটক করে থানায় নিয়ে দুই হাজার ৪০০ টাকা আদায় করে। প্রতিদিন অন্তত দুই-তিনশো রিকশা আটক করে। আমরা কার কাছে এ বিচার দেব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.