চাটমোহরে যমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
পাবনার চাটমোহরে যমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ মে) দুপুরে চাটমোহর উপজেলার পৌর সদরে উথুলি খামারপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে।
আহত দুই বোন মিম (২০) ও লাম (২০) চাটমোহর পৌরসভার আরাজি উথুলী খামারপাড়া মহল্লার রেজাউল করিম রিজুর যমজ মেয়ে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা একই এলাকার রফিকুল ইসলামের ছেলে আলিফ ইয়ামান পায়েল (২২)। তিনি চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রেজাউল করিম রিজুর বাড়ির পাশে প্রতিবেশী ছাত্রলীগ নেতা পায়েল তার গাছের ডাল কাটছিলেন। এ সময় কাটা ডাল কলা গাছের ওপর পড়লে ক্ষতি হবে বলে তাকে সতর্ক করেন রেজাউল করিম রিজুর এক মেয়ে লাম। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়।
এক পর্যায়ে ছাত্রলীগ নেতা পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে আহত করেন। এ সময় তার যমজ বোন মিম এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
তাদের চিৎকার শুনে পরিবারের অন্যান্যরা এগিয়ে আসেন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেন আহত দুই বোনের বাবা রেজাউল করিম রিজু।