পুতিন-জিনপিং ‘ক্ষতি করার’ পরিকল্পনা করতে এক হচ্ছেন: ট্রাম্প

0

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ‘ক্ষতি করার’ পরিকল্পনা করতে এক হচ্ছেন বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ মে) নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন অভিযোগ করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেছিলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি, আমি তাকে ভালোভাবে চিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তাকেও আমি ভালোভাবে চিনি।’

এসময় তিনি বলেন, ‘তারা এখন একসঙ্গে পরিকল্পনা নিয়ে কাজ করছেন। যেখানেই তারা একত্রিত হন সেখানেই তারা ক্ষতি করেন। কেননা, তারা এমনটাই ভাবেন, ক্ষতি করার কথা।’

প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালীন শির সঙ্গে সুসম্পর্ক ছিল ট্রাম্পের । ২০১৭ সালে তার মার-এ-লাগো রিসোর্টে চীনা এই নেতাকে আমন্ত্রণও জানিয়েছিলেন ট্রাম্প। তবে পরবর্তী বছরগুলোতে শিকে ‘শত্রু’ বলে অভিহিত করেছিলেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com