উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ফেনীর তিন প্রার্থী

0

তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীতে একজন ভাইস চেয়ারম্যান ও দুজন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- তৃতীয় ধাপের নির্বাচনে ফেনীর দাগনভূঞা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার রাবু ও সোনাগাজী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা খানম শাহীন এবং চতুর্থ ধাপের নির্বাচনে ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, চতুর্থ ধাপের নির্বাচনে ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শুধু এনামুল হক মজুমদার একক প্রার্থী হয়েছিলেন। রোববার (১২ মে) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক অভিষেক দাশ। এতে ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. এনামুল হক মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচনে দাগনভূঞা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার ও সোনাগাজীতে খোদেজা খানম একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে ফেনীতে প্রথম ধাপের নির্বাচনে পরশুরাম উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের তিনটি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া ফুলগাজী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com