যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ২১ সদস্য আটক

0

রাজশাহী সড়ক ও মহাসড়কে যানবাহন থেকে চাঁদা তোলা বন্ধে অভিযান জোরদার করেছে এলিট ফোর্স র‌্যাব। জেলার বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় আলাদা আলাদা অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ২১ সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে র‌্যাব-৫ এর সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটককৃত ২১ জন হলেন, দুলাল মণ্ডল (৪৫), নাঈম শাহ (৩১), তোফাজ্জল খাঁ (৪০), মো. আলমগীর (৩৬), মো. আলামিন (২১), বিলাস উদ্দিন (২০), মিঠু শেখ (২৭), আসাদ হাসান (৩৪), মো. বাবু (৪৪), আবু হেনা ওরফে বাদল (৪৩), সজীব ইসলাম (২১), নাহিদুল ইসলাম (২০), হিরু চন্দ্র পাল (৬০), আমিরুল হক (৩৩), খলিলুর রহমান ওরফে সুজন (৫৭), আবদুল মজিদ (৬৫), ওয়াহাব আলী (৩২), মালেক উদ্দিন (৩২), মহসিন আলী (৪২), আবু জাফর (৪২), মো. খোকন (২৫)। রাজশাহীর দুর্গাপুর, পুঠিয়া ও বাগমারা উপজেলার তাদের বাড়ি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, তারা সড়ক-মহাসড়কে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের যানবাহন থেকে চাঁদা তোলেন। এটাই তাদের পেশা। আর এজন্য তারা টালি খাতাও ব্যবহার করেন। তাদের কাছ থেকে দুটি টালি খাতা, আটটি চাঁদা তোলার রশিদ বই এবং নগদ ৬ হাজার ১১৯ টাকা জব্দ করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com