বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচন নির্বাসনে চলে গেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেছেন, নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু আমাদের দেশের নির্বাচন নিয়ে বিতর্কের শেষ নেই।
গতকাল শনিবার (১১ মে) সিলেট নগরীর বন্দরবাজার এলাকার একটি হোটেলে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. বদিউল আলম বলেন, ’৭১-এ ঘরে ঘরে দুর্গ গড়ে উঠেছিল। আমরা যুদ্ধ করেছি আমাদের অধিকার আদায়ের জন্য। কিন্তু এখন আমার অনেক নাগরিক অধিকার খর্ব হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা থেকে আমরা যোজন যোজন দূরে। উন্নয়ন হয়েছে দেশের, কিন্তু উন্নতি হয়নি।
তিনি বলেন, যখন আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন্ন হয়, তখন কর্তৃত্ববাদের সরকার গঠিত হয়। এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। রাজনীতিবিদরা রাজনীতি করবেন, তাদের ভূমিকা আছে। নাগরিক সমাজেরও ভূমিকা আছে। কিন্তু দেশের রাজনীতিতে ধস নেমেছে। বুদ্ধিভিত্তিক রাজনীতি এখন নেই।