হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য তেল আবিবের মহাসড়ক অবরোধ
গাজা উপত্যকায় ইসলামপন্থি গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের আরও কিছু করার দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। শনিবার (১১ মে) রাতে তেল আবিবের আয়লোন মহাসড়ক অবরোধ করায় ইসরায়েলি পুলিশ তিন বিক্ষোভকারীকে আটক করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জিম্মি প্রিয়জনের ছবি নিয়ে তেল আবিবের বিক্ষোভে যোগ দেয় তাদের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে নেতানিয়াহুর সরকার এবং গাজা যুদ্ধের বিরোধিতাকারী একটি গোষ্ঠী।
গাজায় বন্দী জিম্মিদের পরিবারের সদস্যরা কয়েক মাস ধরেই তেল আবিবে নিয়মিত বিক্ষোভ করেছে।
শনিবার জিম্মিদের এক স্বজন ইতাই সভিরস্কি দাবি করেন, এরই মধ্যে তার চাচাতো ভাই জিম্মি অবস্থায় মারা গেছেন। হামাসের প্রকাশ করা ভিডিওর উল্লেখ করে এ দাবি করেন তিনি। বাকী জিম্মিদের জীবিত দেশে ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহুর সরকারকে আরও কিছু করার আহ্বান জানিয়েছে তারা।
শনিবার রাতে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করলে, তাদের ওপর জলকামান নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। ছত্রভঙ্গ করতে তাদের ওপর লাঠিও চালায়।