কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে র‌্যাব-ডাকাতদলের গোলাগুলি, যুবক নিহত

0

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে র‌্যাবের সঙ্গে ডাকাতদলের গোলাগুলি হয়েছে। এসময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২৯ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার ভারুয়াখালি চৌধুরীপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ফরহাদ নামের একজনকে আটক করেছে র‌্যাব। তিনি ওই ডাকাতদলের প্রধান হিসেবে পরিচিত।

নিহত যুবকের নাম বায়তুল্লাহ (৩৫)। তিনি ভারুয়াখালী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত সৈয়েদুল হকর ছেলে।

আহতরা হলেন, একই এলাকার আব্দুল রশিদের ছেলে শফিউল্লাহ (৪০) এবং বদরুল হক মিয়ার ছেলে সায়মন (২০)। এছাড়া আটক ফরহাদ (৩০) কক্সবাজার সদর উপজেলার ঘোনারপাড়া এলাকার মৃত সিরাজের ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, ভারুয়াখালীতে এক এনজিও কর্মীকে উদ্ধারে অভিযানে গেলে ডাকাত ফরহাদের নেতৃত্বে তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলির এক পর্যায়ে দুর্বৃত্তদলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় ফরহাদেকে আটক করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com