এমপি সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে বিএনপির বহিষ্কৃত নেতার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ
নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনে বহিষ্কৃত বিএনপি নেতার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেন জলঢাকা পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে নারিকেল প্রতীকের প্রার্থী নাসিব সাদিক হোসেন নোভা।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা রেল ইঞ্জিন প্রতীকের প্রার্থীর হয়ে বিভিন্ন মাধ্যমে ভোটারদের ভোট প্রদানের জন্য চাপ সৃষ্টি করছেন। যার ফলে আমার কর্মী ও সাধারণ ভোটারের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। এতে করে সাধারণ ভোটাররা ভোট প্রদানে উৎসাহ হারিয়ে ফেলছেন।
এর আগে ২৪ এপ্রিল দলীয় সিদ্ধান্ত অমান্য করে নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি ফয়সাল ফাহমিদ চৌধুরী কমেটকে বহিষ্কার করে দলটি।