মানিকগঞ্জে বিএনপি থেকে বহিষ্কারের পরও উপজেলা পরিষদ নির্বাচনের মাঠে থাকছেন ৪ প্রার্থী
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট হচ্ছে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলায়। এ দুটি উপজেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন চার বিএনপি নেতা। এরইমধ্যে দল থেকে তাদের বহিষ্কার করা হলেও মাঠ ছাড়তে নারাজ তারা।
হরিরামপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার। বয়সে তরুণ এই নেতা বয়ড়া ইউনিয়নে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন।
একই উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন মোশারফ হোসেন মুসা। তিনি উপজেলা বিএনপির সদস্য।
সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন নির্বাচন করছেন ভাইস চেয়ারম্যান পদে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিংগাইর উপজেলা মহিলা দলের সভাপতি আফরোজা রহমান লিপি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় শুক্রবার (২৬ এপ্রিল) তাদের দল থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই চারজনসহ বরখাস্তের তালিকায় আছেন সারাদেশের ৭৩ জন নেতাকর্মী।