টাঙ্গাইলে পাঁচটি গরুসহ ট্রাক রেখে পালিয়েছে চোর, উত্তে‌জিত গ্রামবাসী আগুন দিল ট্রাকে

0

টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচটি গরুসহ ট্রাক রেখে পালিয়েছে চোর চক্রের সদস্যরা। প‌রে উত্তে‌জিত গ্রামবাসী গুরুগু‌লো উদ্ধা‌রের পর ট্রাকে আগুন ধ‌রি‌য়ে দেয়।

বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চু‌রি করা পাঁচটি গরু ট্রাকে করে নি‌য়ে যাওয়ার সময় তা‌দের অস্বাভাবিক আচরণ দে‌খে স্থানীয়‌দের সন্দেহ হয়। প‌রে স্থানীয় লোকজন ট্রাকটি ধাওয়া করলে চালক গ্রা‌মের রাস্তা ঠিকমতো চিনতে না পারায় গাড়িটি জামুরিয়ার গালা এলাকায় রে‌খে পা‌লি‌য়ে যায়। পরে গ্রা‌মের লোকজন গরু নামিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত ট্রাকের মা‌লি‌কের খোঁজ পায়‌নি পু‌লিশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.