গ্রুপ নেতার সঙ্গে সম্পর্ক ভালো না থাকার অভিযোগ তুলে ছাত্রলীগ কর্মীকে নির্মমভাবে মারধর

0

গ্রুপ নেতার সঙ্গে সম্পর্ক ভালো না থাকার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের এক কর্মীকে নির্মমভাবে মারধরের ঘটনা ঘটেছে। তবে অভিযুক্তদের ভাষ্য, মাদক সেবনে বাধা দিতে গেলে তার সঙ্গে হাতাহাতি হয়।

সোমবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে এএফ রহমান হলের ৪৪০ নম্বর রুমে এ ঘটনা ঘটে।

চবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের সঙ্গে সম্পর্ক ভালো না—এমন অভিযোগ তুলে মারধর করা হয় আশিকুজ্জামান জয় নামের ওই ছাত্রলীগ কর্মীকে।

ভুক্তভোগী আশিকুজ্জামান জয় চবির পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র। মারধরকারীরা হলেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জোবায়ের, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মামুন মিয়া, রাজনীতি বিজ্ঞান বিভাগের ফয়সাল মিয়া (আতিশ ফয়সাল), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তনয় কান্তি সরকার, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শাকিল আহমেদ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রাসেল রাজসহ ১৫২০ জন। তারা সবাই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com