গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে আজিদা বেগম (৪০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
রবিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের বাবুল খানের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। আজিদা বেগম নেত্রকোনার কমলাকান্দা উপজেলার হাইলাটি গ্রামের রুমালী হোসেনের মেয়ে। স্বামীকে নিয়ে ওই বাসায় থাকতেন এবং জৈনা বাজারের পাবনা হোটেলে রান্নার কাজ করতেন।
পাবনা হোটেলের মালিক দুলাল কুমার ঘোষ বলেন, ‘ছয় মাস ধরে আজিদা বেগম আমার হোটেলে কাজ করছেন। রান্নাবান্না ও ধোয়ামোছার কাজ করতেন। কখনও তার স্বামীকে দেখিনি।’
প্রতিবেশীদের বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, ‘৯ মাস আগে আজিদা বেগম স্বামীকে নিয়ে নগর হাওলা গ্রামের বাবুল খানের বাসা ভাড়া নেন। স্বামী নিয়মিত আসা যাওয়া করতেন। তবে স্বামীর পরিচয় জানাতে পারেননি প্রতিবেশীরা। বাড়ির মালিক বলেছেন, তার স্বামী মাওনা চৌরাস্তায় কাজ করতেন। শুক্রবার থেকে ঘর তালাবদ্ধ থাকায় কেউ খোঁজখবর নেয়নি। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে গলাকাটা মরদেহ দেখতে পান। মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বঁটি।’