সরবরাহ কম হওয়ার অজুহাতে ফের চড়া দামে বিক্রি হচ্ছে আলু-পেঁয়াজ

0

ঈদের ছুটিতে সরবরাহ কম হওয়ার অজুহাতে ফের চড়া দামে বিক্রি হচ্ছে আলু। খুচরায় প্রতি কেজির দাম উঠেছে ৬০ টাকা।

দেশি আলু কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। ঈদের পর আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের দামও।
কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।

এদিকে সবজির বাজারেও এখনো স্বস্তি ফিরেনি। অধিকাংশ সবজির দাম ৬০ টাকা। ৫০ টাকার নিচে মিলছে হাতেগোনা কয়েকটি সবজি।

শুক্রবার (১৯ এপ্রিল) নগরের চকবাজার, বহদ্দারহাট, আতুরার ডিপো, কাজীর দেউড়ি, কর্ণফুলী কমপ্লেক্স, খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকায়, শসা ৪০ টাকা, বাঁধাকপি, গাজর, লাউ ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। কাঁচা মরিচ, শিম ও বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। এর বাইরে পেঁপে, চিচিঙ্গা, ঢেঁড়স এবং পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বরবটি আর শিমের বিচি। এছাড়াও কাকরোল ১৬০ টাকা কেজি এবং করলা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে কেজিপ্রতি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, গ্রীষ্মকালীন সবজিও আসছে কম। এরমধ্যে শীতের সবজি নেই বললেই চলে। ঈদের পর থেকে সরবরাহ কমে গেছে। অনেকে এখনো বাড়ি থেকে ফিরেনি। বেশি দাম দিয়ে সবজি আনতে হচ্ছে। তাই দামও পাঁচ-দশ টাকা বেশি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com