আমাদের একটাই উদ্দেশ্য—নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে হবে: ইসি আলমগীর

0

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আমাদের একটাই উদ্দেশ্য—নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার জন্য যা যা করার প্রয়োজন তার সব ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন নির্বাচনে কে কার আত্মীয় বা কে আত্মীয় নয় সেটা দেখার বিষয় নির্বাচন কমিশন বা নির্বাচন সংশ্লিষ্টদের নয়। উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, যিনিই প্রভাব বিস্তার করবেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন ইসি মো.আলমগীর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসি আলমগীর আরও বলেন, কারো কোনো অভিযোগ বা অনিয়ম থাকলে ভিডিও প্রমাণসহ আমাদের কাছে দেবেন। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ যদি চাপ অনুভব করেন তাহলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ করার অনুরোধ জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com