কারাগারে বিএনপি নেতা হাবিব
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, তার বিরুদ্ধে তিন মামলায় ছয় বছর নয় মাস সাজা রয়েছে। এছাড়া দু’টি মামলা গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এর মধ্যে সবুজবাগ থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার পল্টন থানার আরেকটি মামলায় শুনানি রয়েছে বিএনপির এই নেতার।