অব্যবহৃত পোস্টার বিদ্যানন্দকে দিলেন ইশরাক

0

ঢাকার দুই সিটির নির্বাচন শেষ হলো দু’দিন আগে। এরই মধ্যে নির্বাচনে ব্যবহৃত অকেজো পোস্টারগুলো সংগ্রহ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। এতিমদের লেখাপড়ার কাজে লাগানোর উদ্দেশ্যে পোস্টারগুলো তারা সংগ্রহে নেমেছে সে খবর গণমাধ্যমে ফলাও করে প্রকাশও হয়েছে। নতুন খবর হলো, ভোটে অংশ নেয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন নির্বাচনে অব্যবহৃত পোস্টারগুলো বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাছে নিজের হাতে তুলে দিলেন।

আজ মঙ্গলবার ইশরাক তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান। তিনি বলেন, অব্যবহৃত সমস্ত পোস্টার বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করলাম। তারা কাগজ দিয়ে দরিদ্র ও পথ শিশুদের জন্য বই তৈরি করবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com