গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিকশাচালককে গলা কেটে হত্যা

0

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুলা মিয়া (৫০) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বাংলানিউজকে এতথ্য জানান।

তিনি বলেন, সড়কের পাশে খাদে রিকশা, প্যাকেটে টাকা এবং মোবাইল ফোন পাওয়া যায়। সে কারণে ধারণা করা হচ্ছে এটি চুরি বা ছিনতাই নয় বরং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এর আগে রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার ফুলপুকুরিয়া-ফাঁসিতলা সড়কের বটগাছ (সিন্টাজুরি) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলা মিয়া সাপমারা ইউনিয়নের তরফ কামাল (নামাপাড়া) গ্রামের আব্দুল লতিফ নবানুর ছেলে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.