বাঙালির সংস্কৃতি চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু বিএনপি: কাদের
বিএনপিকে বাঙালির সংস্কৃতি চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু বলে মন্তব্য করে দলটিকে প্রতিহত ও মোকাবিলা করতে হবে জানিছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি বাঙালির সংস্কৃতি চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু। এই সাম্প্রদায়িক শত্রুকে প্রতিহত ও মোকাবিলা করতে হবে।
রোববার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন সকালে রাজধানীর সদরঘাটের বাহাদুর শাহ পার্কের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাঙালির সংস্কৃতি চেতনার শত্রু বিএনপিকে প্রতিহত করতে হবে: কাদের
বিএনপিকে এ দেশে জঙ্গিবাদের পৃষ্টপোষক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এটি আজ প্রতিষ্ঠিত সত্য।