মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় বাসদ

0

মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতন্ত্রিক দল (বাসদ)। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসদ ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশে নেতারা এ দাবি জানান।

বাসদ নেতারা বলেন, মেট্রোরেলকে উচ্চমধ্যবিত্ত ও উচ্চবিত্তদের বিলাসী পরিবহনের পরিবর্তে সাধারণ মানুষের গণপরিবহনে পরিণত করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু করতে হবে, যা পার্শ্ববর্তী দেশগুলোতে চালু আছে। মেট্টোরেলের চলতি ভাড়া কমাতে হবে।

তারা বলেন, মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঢাকাবাসীকে নিয়ে এই সিদ্ধান্ত বাতিলে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com