সাতক্ষীরার শ্যামনগরে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ

0

সাতক্ষীরার শ্যামনগরে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সাত সদস্যের তদারকি কমিটি গঠন করা হয়েছে।

নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মরিচা ধরা রড ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং অব্যবস্থাপনার খবর দৃষ্টিগোচর হওয়ায় শনিবার (৬ এপ্রিল) মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের নির্দেশে সাত সদস্যের তদারকি কমিটি গঠন করা হয়।

২০১৯ সালের ১ জুলাই শ্যামনগর উপজেলা পরিষদের অভ্যন্তরে মডেল মসজিদ নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। এর বরাদ্দ ১২ কোটি ৪৯ লাখ ১৬ হাজার ৮৪৭ টাকা। কাজের মেয়াদ ছিল ১৮ মাস। সেই হিসেবে অনেক আগেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো ৪০ ভাগ কাজও শেষ হয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com