সোহেলসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা

0

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল বের করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে শনিবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টন থেকে মিছিল শুরু করে কাকরাইলের দিকে গেলে পুলিশ মিছিলটি আটকে দেয়।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, হাবিব উন-নবী সোহেলকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ সেটিতেও বাধা দিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হাবিব উন নবী সোহেলসহ কারগারে বন্দি সকল রাজবন্দিদের মুক্তির দাবি করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com