সোহেলসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল বের করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে শনিবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টন থেকে মিছিল শুরু করে কাকরাইলের দিকে গেলে পুলিশ মিছিলটি আটকে দেয়।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, হাবিব উন-নবী সোহেলকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ সেটিতেও বাধা দিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হাবিব উন নবী সোহেলসহ কারগারে বন্দি সকল রাজবন্দিদের মুক্তির দাবি করছি।