সরকার পতনের আন্দোলনে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

0

এতো জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার বায়ান্ন বছরেও এ দেশে কখনও দেখিনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

গতকাল শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ঝিনাইদহ শহরের শিশু পার্কে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তারা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তির দাবি করেন। এছাড়াও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়েও সমালোচনা করেন। সেই সঙ্গে ভোটবিহীন সরকার পতনের আন্দোলনে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com