আওয়ামী লীগ দেশের জনগণের সাথে প্রতারণা করেছে: আমিনুল
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ দেশের জনগণের সাথে প্রতারণা করেছে, তারা বরাবরই ইতিহাসে বিশ্বাসঘাতক দল হিসেবে পরিচিত। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ষড়যন্ত্র করে, ডামি নির্বাচন করে ক্ষমতায় এলেও তাদের রাজনীতি আজ ক্ষয়ে গেছে। তাদের রাজনীতি ঘুনে খেয়ে ফেলেছে।
শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে দেশকে স্বাধীন করা হয়েছে সেই দেশকে আজ পরাধীন করার পাঁয়তারা করছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ওই দলটি গণতন্ত্রকেই খেয়ে ফেলেছে। মানুষের ভোটধিকার হরণ করেছে। বিচার বিভাগসহ রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে দলীকরণ করেছে। প্রশাসনের উপর ভর করে আর কিছু দেশের সমর্থনে আবারো ক্ষমতায় এসে জনগণের উপরই প্রতিশোধ নিতে শুরু করেছে ক্ষমতাসীন দলটি। ৭ জানুয়ারির নির্বাচনে এ দেশের জনগণ ভোট দিতে যায়নি। তারা আওয়ামী লীগকে প্রত্যাখান করেছে।
তিনি বলেন, ভোট বর্জনকারী দেশের ৯৫ ভাগ জনগণকে এবার সাথে নিয়ে রাজপথের আন্দোলন শুরু করা হবে। এই আন্দোলন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। এবারের আন্দোলন দেশকে রক্ষার আন্দোলন, লুটেরাদের হাত থেকে দেশকে বাঁচানোর আন্দোলন। সেই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেৃতত্ব দিবেন। দেশের ছাত্র, তরুণ, যুবক, কুষক থেকে শুরু করে নারী পুরুষ সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।