হবিগঞ্জের নবীগঞ্জে অসহায়দের চাল বিতরণ নিয়ে দুই ইউপি সদস্যের সংঘর্ষ, আহত ৫০

0

হবিগঞ্জের নবীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে গরীব-অসহায়দের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে ইউপি মেম্বার ও মহিলা মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আল আমিন নামে একজনকে সিলেটে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনে গরীব অসহায়দের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে ইউপি মেম্বার আব্দুল হাই ও মহিলা মেম্বার রাহেলা বেগমের মাঝে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আব্দুল হাই ও রাহেলা বেগম উত্তেজিত হয়ে একে অপরকে লাঞ্ছিত করেন। ঘটনার জের ধরে রাত ১১টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অর্ধশত লোকজন আহত হয়। পরে নবীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com