মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি নির্বাচন বাধাগ্রস্ত করতে ২ শিক্ষককে অপহরণ

0

নেত্রকোনার আটপাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন বাধাগ্রস্ত করতে ২ শিক্ষককে অপহরণের অভিযোগ উঠেছে। তারা হলেন উপজেলার খিলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমন চন্দ্র পাল ও শাকিল আহমেদ। তারা দুজনই ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোটার (টিআর) সদস্য।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা তানভীর আহমেদের বিরুদ্ধে ওই শিক্ষকদের অপহরণ করে নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে। অপহরণকালে তার সঙ্গে নির্বাচিত দুই অভিভাবক সদস্য সোহেল মিয়া ও মঞ্জুরুল হক ছিলেন বলেও জানা গেছে। তবে তানভীর আহমেদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নারাচালত এলাকায় অপহরণের ঘটনা ঘটে। তবে বেলা ৩টায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কমিটির অধিকাংশ সদস্য অনুপস্থিত থাকায় কোরাম সংকট দেখা দেয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফার ইয়াসমিন নিপা গিয়ে সভা স্থগিত করেন। স্কুলের প্রধান শিক্ষক খায়রুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com