বৈঠকে বসেছেন এক্যফ্রন্ট নেতারা
ঢাকার দুই সিটি নির্বাচনের পর জোটগত পরবর্তী পরিকল্পনা নির্ধারণ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণের দুই বছরকে সামনে রেখে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির এ বৈঠক শুরু হয়েছে।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সভাপতিত্বে বৈঠকে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরামের সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট মহসীন রশীদ, মোস্তাক আহমদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহিদুল্লাহ কায়সার, বিকল্পধারা বাংলাদেশে মহাসচিব অ্যাড শাহ আহমেদ বাদল, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত আছেন।
ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল বিএনপির কারান্তরীণ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণের দুই বছর পূর্ণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। কারাবরণের দুই বছরকে সামনে রেখে বৈঠকে কর্মকৌশল ও কর্মসূচি নির্ধারণ হতে পারে। এছাড়াও ঢাকা সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ইস্যুতেও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনার ইঙ্গিত রয়েছে।