‘ইনুরা বঙ্গবন্ধুকে হত্যার পথ তৈরি করেছিল’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানকে হত্যার পথ জাসদের হাসানুল হক ইনুরা তৈরি করেছিলেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
তিনি বলেন, আমার বন্ধু ইনু কথা বলেছেন। আমি তাকে পাল্টা প্রশ্ন করি আপনারা কতো লোক মেরেছিলেন গুলি করে? আওয়ামী লীগের, ছাত্রলীগের হাজার হাজার কর্মীকে আপনারা মেরেছিলেন। বঙ্গবন্ধুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। থানা-ফাঁড়ি লুট করেছিলেন। সেদিন যদি আপনার এগুলো না করতেন বঙ্গবন্ধুকে মারার দুঃসাহস কেউ করতো না। আপনারা তাকে হত্যা পথ তৈরি করে দিয়েছিলেন। আমি একটা কথা বলেছি সেটা আমার অশুদ্ধ হয়ে গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সংসদে দেওয়া বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, চলতি অধিবেশনের শুরুর দিকে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ফিরোজ রশীদসহ কয়েকজন সদস্য মাদক কারবারিদের মতো ধর্ষকদের বন্দুকযুদ্ধে হত্যা করার পক্ষে বক্তব্য দেন। সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ওই বক্তব্যের সমালোচনা করেন।