আলাদীনের চেরাগ পেয়ে আওয়ামী লীগাররা আঙ্গুল ফুলে কলা গাছে: প্রিন্স

0

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগাররা আলাদীনের চেরাগ পেয়ে আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়েছে। নির্বাচন ছাড়াই ক্ষমতায় টিকে থাকতে অনুগত লোকদের দুর্নীতি, লুটপাটের সুযোগ দিয়ে সুবিধাভোগী শ্রেণি সৃষ্টি করেছে। জনগণকে বাদ দিয়ে এই সুবিধাভোগীদের ওপর ভর করে তারা একের পর এক সাজানো-পাতানো নির্বাচনের প্রহসন করে জবরদস্তিমূলক ক্ষমতায় টিকে আছে।

গতকাল সোমবার বিকেলে জামালপুর সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

প্রিন্স বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে নিশ্চিত ভরাডুবি আঁচ করে আওয়ামী লীগ গণদাবি উপেক্ষা করেছিল। নিষ্ঠুর দমন, নিপীড়ন চালিয়ে বিএনপিসহ বিরোধী দলকে অবরুদ্ধ রেখে আওয়ামী লীগ। তারা একতরফা নির্বাচনের নামে প্রহসন করেছে।

তিনি বলেন, এক দফার আন্দোলন শেষ হয় নাই। আন্দোলন চলমান। সরকার পরিকল্পিতভাবে হতাশা ও বিভ্রান্তি ছড়ানোর জন্য অপপ্রচার চালাচ্ছে। তিনি সকলকে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থেকে সরকারের অপ প্রচারের জবাব দেওয়ার আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com