বান্দরবানের রোয়াংছড়ি থেকে আড়াই কেজি আফিমসহ চোরাচালান চক্রের নারী সদস্য গ্রেফতার

0

বান্দরবানের রোয়াংছড়ি থেকে দুই কেজি ৫১০ গ্রাম আফিম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় পাচার ও চোরাচালান চক্রের রেদামা মারমা (৪৮) নামে এক নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় ওই এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রেদামা মারমা বান্দরবানের রোয়াংছড়ি আঙ্গাপাড়া এলাকার মরহুম থোয়াইচিমং মারমার স্ত্রী।

সিনিয়র সহকারী পরিচালক মো: আবু সালাম চৌধুরী জানান, ‘গোপন সূত্রে জানা যায়, আফিমের একটি বড় চালানসহ কতিপয় মাদককারবারি বান্দরবানের রোয়াংছড়িতে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই সংবাদে রোববার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে রেদামা মারমাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে দুই কেজি ৫১০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৫০ লাখ টাকা।’

র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, ‘গ্রেফতার রেদামা মারমা একজন চিহ্নিত মাদককারবারি হিসেবে পরিচিত। তিনি পার্বত্য বান্দরবান কেন্দ্রিক আফিম ক্রয়-বিক্রয় এবং দীর্ঘ দিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com