খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: গয়েশ্বর

0

চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে সরকার তিলে তিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সন্ত্রাসী হামলায় আহত নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীনকে দেখতে আজ সোমবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান গয়েশ্বর। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, সরকার তাঁর (খালেদা জিয়া) মৃত্যুর অপেক্ষায় আছে। যেদিন তাঁর মৃত্যু হবে, সেদিন আর কোথাও না হলেও গণভবনে মিষ্টি বিতরণ করা হবে।

এ সময় বুয়েটের উত্তপ্ত পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বুয়েটকেই সিদ্ধান্ত নিতে হবে সেখানে ছাত্ররাজনীতি চলবে কি না। বিএনপি ছাত্ররাজনীতি চায় কিন্তু একদলীয় ছাত্র সংগঠন নয়।

বুয়েটে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নির্যাতনে এক সাধারণ ছাত্র মারা গেছেন। তাই জোর করে সেখানে ছাত্ররাজনীতির অনুমতি দেওয়া ঠিক হবে না।

গয়েশ্বর বলেন, সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের দমন-পীড়ন চলছে, স্বাভাবিক রাজনীতি করা যাচ্ছে না। দমন-পীড়ন করেই সরকার ক্ষমতা ধরে রাখতে চায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com