ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে কলেজ শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ
ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মাদ মিনহাজ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত ওই কলেজ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের গোলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত মিনহাজ মাঝারদিয়া গ্রামের সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফারুক হোসেনের ছেলে। তিনি ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের ইন্টার ফাস্ট ইয়ারের শিক্ষার্থী।
মিনহাজের বাবা ফারুক হোসেন জানান, শুক্রবার বিকেলে মিনহাজ মাঝারদিয়া বাজারে পেঁয়াজ বিক্রি করে বাড়ি ফিরছিল। পথে মাঝারদিয়া গোলপাড়ায় এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের কবির মেম্বারের সমর্থকরা তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, কবির মেম্বার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে আমার কলেজে পড়ুয়া ছেলের ওপর হামলা করা হয়েছে।