আওয়ামী লীগ জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনায় উঠেপড়ে লেগেছে: ডা. শাহাদাত

0

জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনায় আওয়ামী লীগ উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) জাতির সামনে যতবার অপদস্থ হয়েছে ততবার জিয়াউর রহমান ও তার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করেছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে নগরের ঘাট ফরহাদবেগ এলাকায় ওয়ার্ড বিএনপির ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক বলেন, জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের অধিনায়ক। স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমান সরকারই তাকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাব দিয়েছিল। এখন জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে তারা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য দিচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, দেশের জনগণ আওয়ামী লীগের আজগুবি প্রলাপ বিশ্বাস করে না। এই সরকার যা বলে জনগণ তার উল্টো ভাবে। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিবাজ, মাফিয়াদের আশ্রয়দাতা মনে করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com